শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা

জনগণ টালবাহানার নির্বাচন দেখতে চায় না : খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের বলেছেন, সরকার নিরপেক্ষ নির্বাচনে ভয় পায়। এ জন্য আগের মতো প্রহসনের মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু জনগণ এ ধরনের টালবাহানার নির্বাচন আর দেখতে চায় না। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচনকালীন সরকারের দাবিতে আয়োজিত গণসমাবেশ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। মজলিসের ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হক সভাপতিত্ব করেন। আহমদ আবদুল কাদের দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ আট দফা দাবি আদায়ে খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী জুলাই মাসে মহানগরী পর্যায়ে গণসমাবেশ করবে দলটি। সমাবেশে খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, চলমান রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র পথ হচ্ছে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। সমাবেশ-পরবর্তী একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাপ্ত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর