শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ভূরাজনীতিতে রাষ্ট্রীয় স্বার্থ উপেক্ষিত : আ স ম রব

নিজস্ব প্রতিবেদক

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ভূরাজনীতিতে রাষ্ট্রীয় স্বার্থকে প্রাধান্য না দিয়ে সরকার ক্ষমতায় টিকে থাকার প্রশ্নকে প্রাধান্য দিচ্ছে। এই ধরনের জাতীয় স্বার্থবিরোধী আত্মঘাতী পদক্ষেপ রাষ্ট্রকে বড় বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। তিনি গতকাল রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে জেএসডি স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তৃতা করছিলেন। সভায় সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক প্রস্তাব গ্রহণ করা হয়। রব বলেন, রাষ্ট্রীয় স্বার্থকে উপেক্ষা করে যে কোনো ধরনের ভূরাজনৈতিক পদক্ষেপ শুধুমাত্র জাতির বিকাশ ও জাগরণের অন্তরায়ই হবে না তা রাষ্ট্রীয় অস্তিত্বের প্রতিও হুমকি হয়ে দাঁড়াবে। স্বার্থ ও সংঘাতপূর্ণ আজকের জটিল বিশ্বব্যবস্থায় রাষ্ট্রীয় স্বার্থের স্বপক্ষে ক্ষমতাসীন গণভিত্তিহীন সরকারের পক্ষে অবস্থান গ্রহণ সম্ভব নয়। তিনি আরও বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে জাতীয় সরকার গঠনপূর্বক প্রয়োজনীয় সাংবিধানিক ও রাষ্ট্রীয় ব্যবস্থার সংস্কার সম্পন্ন করে জনগণের আকাক্সক্ষা মোতাবেক রাষ্ট্রীয় রাজনীতি পরিচালনা করাই আজকের প্রেক্ষাপটে জরুরি কর্তব্য। সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর