শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা

বিএনপিকে বলতে হবে নির্বাচন করতে দেব না : বদরুদ্দীন উমর

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে লেখক, গবেষক ও বামপন্থি রাজনীতিক বদরুদ্দীন উমর বলেছেন, ‘নির্বাচন করব না নির্বাচন করব না’ বলে বসে থাকলে আওয়ামী লীগ আগের মতোই নির্বাচন করে ফেলবে। তিনি বলেন, বিএনপিকে বলতে হবে নির্বাচন করতে দেব না। বদরুদ্দীন উমর গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণসংস্কৃতি ফ্রন্ট আয়োজিত ‘গণতন্ত্রের সংগ্রাম ও সংবাদপত্র’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তৃতা করছিলেন। ইফতেখার আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান ও নিউএজের সম্পাদক নূরুল কবীর প্রমুখ।

প্রয়োজনে নির্বাচন ‘বানচাল’ করতে হবে জানিয়ে বদরুদ্দীন উমর বলেন, ‘অবশ্যই নির্বাচন বানচাল করতে হবে। তোমরা (আওয়ামী লীগ) নির্বাচন বানচাল করনি ১৯৯৬ সালে? তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তোমরা তো আন্দোলন করেছিলে। এমন আন্দোলন হলো যে সেখানে শুধু নির্বাচন বাতিল হলো তা-ই না, বিএনপির মন্ত্রিসভার সবাইকে পদত্যাগ করতে হলো। তারপর তত্ত্বাবধায়ক সরকার হলো। এখনো তা-ই করতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর