রবিবার, ১৮ জুন, ২০২৩ ০০:০০ টা
অস্ত্র নিয়ে মহড়া

সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া ও ভীতি প্রদর্শন মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ তুহিনকে গ্রেফতার করেছে র‌্যাব। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজার এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তুহিনের বিরুদ্ধে সন্ত্রাসী, চঁাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৮টি মামলা রয়েছে।

তুহিন সিলেট মহানগরীর জালালাবাদ থানার সুবিদবাজার লন্ডনি রোড এলাকার নুরুল আলমের ছেলে। তিনি সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খানের অনুসারী। তুহিন এর আগে ওই ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। ৬ জুন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খানের নেতৃতে ১৫-২০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সায়ীদ মো. আবদুল্লাহর বাসার সামনে মহড়া দেয়। সায়ীদের বাসার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে ভীতি প্রদর্শন করেন তুহিন। এ ঘটনায় নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ ও থানায় মামলা করেন সায়ীদ আবদুল্লাহ।এরপর থেকে গাঢাকা দেন তুহিন। তাকে গ্রেফতার করা হলেও এখনো অস্ত্র উদ্ধার হয়নি। এর আগে তিনি বেশ কয়েকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন। গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর