রবিবার, ১৮ জুন, ২০২৩ ০০:০০ টা

খেলা নিয়ে বিরোধ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে ফুটবল খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে জাহাঙ্গীর হোসেন (২৭) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় শাহীন (২০) ও তানজিল (২৬) নামে আরও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের উরুলিয়া গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে এবং এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মনোহরদীর উরুলিয়া ও মির্জাপুর গ্রামের মধ্যে ২৮ মে ফুটবল খেলা হয়। ওই সময় জাহাঙ্গীরের সঙ্গে মির্জাপুর গ্রামের কয়েকজন খেলোয়াড় ও সমর্থকের বাগবিতন্ডা হয়। এর ১৪ দিন পর ১১ জুন জাহাঙ্গীর দুই বন্ধু শাহীন ও তানজীলকে নিয়ে চালাকচর বাজার থেকে মোটরসাইকেলে উরুলিয়ায় ফিরছিলেন। এ সময় ওতপেতে থাকা মির্জাপুর গ্রামের মোজাম্মেল, ইব্রাহীম, মোশাররফ হোসেন, জামাল উদ্দিন, আবু বকরসহ ১০-১২ জন তাদের ওপর হামলা চালায়। গুরুতর আহত জাহাঙ্গীর ও শাহীনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে জাহাঙ্গীরকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই সুমন মিয়া বাদী হয়ে মনোহরদী থানায় সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে ১৫ জুন মামলা করেন।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন বলেন, এ হত্যায় জড়িত থাকার অভিযোগে বাদল ও মাইনুদ্দিন নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। থানায় এর আগে একটি মারধরের অভিযোগ করা হয়েছিল। এটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে।

 

সর্বশেষ খবর