রবিবার, ১৮ জুন, ২০২৩ ০০:০০ টা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে : ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক

চলতি সংসদ অধিবেশনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, বিরোধী কণ্ঠরোধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন করছে সরকার। এ আইন গণবিরোধী, ন্যায়বিচার পরিপন্থী, বাকস্বাধীনতা হরণকারী। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে লেবার পার্টি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। লেবার পার্টির ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক হুমাউন কবীরের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আলমগীর মহিউদ্দিন, মোস্তফা কামাল মজুমদার, বিএফইউজে (একাংশ) মহাসচিব নুরুল আমীন রোকন, আইনজীবী সাইফুর রহমান, জোহরা খাতুন জুঁই প্রমুখ।

সর্বশেষ খবর