রবিবার, ১৮ জুন, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মেয়র নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন : সুজন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের চার দিন আগে প্রার্থীদের আয়-ব্যয়, শিক্ষাগত যোগ্যতা ও নির্বাচনের পরিবেশ নিয়ে নিজেদের মূল্যায়ন তুলে ধরেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। প্রতিষ্ঠানটি বলছে, গাজীপুর, বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হলো। বরিশালে একজন প্রার্থীর ওপর হামলার মতো অনাকাক্সিক্ষত ঘটনাসহ ছোটখাটো কিছু অভিযোগ উঠলেও এই নির্বাচনগুলো সামগ্রিক বিবেচনায় সুষ্ঠু হয়েছে বলে আমরা মনে করি। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বেশ কিছু রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ না নেওয়ায়, রাজনৈতিক দলভিত্তিক এই নির্বাচন কতটা অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক তা নিয়ে প্রশ্ন আছে। একই বিবেচনায় প্রশ্ন সৃষ্টি হয়েছে এর গ্রহণযোগ্যতা নিয়েও। গতকাল সকালে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ কথা বলে প্রতিষ্ঠানটি। সুজন বলছে, এই সিটি করপোরেশন নির্বাচনগুলোসহ বিভিন্ন নির্বাচন প্রতিযোগিতাহীন হওয়ার মূল কারণ নিহিত আছে, আসন্ন জাতীয় নির্বাচনে। কেননা বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ অন্যান্য কিছু রাজনৈতিক দল আগেই ঘোষণা দিয়েছে যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়ার কোনো নিশ্চয়তা না পেলে বর্তমান সরকারের অধীনে তারা কোনো নির্বাচনে অংশ নেবে না। ওই ঘোষণা অনুযায়ীই দলগুলো বিভিন্ন নির্বাচন বর্জন করছে। সঙ্গত কারণেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলা প্রয়োজন। সুজন মনে করে, এই নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত।

সংবাদ সম্মেলনে সুজনের মূল্যায়ন তুলে ধরেন কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার। উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি আহমেদ শফি উদ্দিন, বিভাগীয় সমন্বয়কারী মিজানুর রহমান।

 

 

 

সর্বশেষ খবর