রবিবার, ১৮ জুন, ২০২৩ ০০:০০ টা

সরকারি কলেজ মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের চাকরি জাতীয়করণের দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সরকারি কলেজ মসজিদে নিয়োজিত ইমাম-মুয়াজ্জিন-খাদেমদের চাকরি জাতীয়করণের দাবিতে বরিশালে মতবিনিময় সভা করেছে সরকারি কলেজ মসজিদ ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ। সংগঠনের বরিশাল বিভাগীয় শাখার উদ্যোগে গতকাল সকাল ১১টায় বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রুহুল আমীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা এহসান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব হাফেজ মাওলানা মো. নাসিম, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আবদুল আলীম, জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরের সভাপতি কাজী মাওলানা আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক মাওলানা শামসুল আলম। এ ছাড়া বিভিন্ন জেলার নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, প্রতিটি সরকারি কলেজে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সরকারিভাবে নিয়োগ দেওয়া হলেও সরকারি কলেজ মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খাদেমরা অবহেলিত রয়ে গেছেন। সভায় বক্তারা মানবিক কারণে সারা দেশের সাড়ে ৩০০ সরকারি কলেজে মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খাদেমদের চাকরি জাতীয়করণের দাবি জানান।

 

সর্বশেষ খবর