সোমবার, ১৯ জুন, ২০২৩ ০০:০০ টা

ঘুরে দাঁড়াচ্ছে বগুড়া বিএনপি

তারুণ্যের সমাবেশ ঘিরে দল গোছানো হচ্ছে নতুন করে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ঘুরে দাঁড়াচ্ছে বগুড়া বিএনপি

বগুড়ায় রাজশাহী ও রংপুর বিভাগের তারুণ্যের সমাবেশের মাধ্যমে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে এ কর্মসূচির অংশ হিসেবে আজ বগুড়ায় অনুষ্ঠিত হবে রাজশাহী ও রংপুর বিভাগের তারুণ্যের সমাবেশ। শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে বিকাল ৩টায় এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও দুই বিভাগের ১৬ জেলার নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন। সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী দলের ১৬ জেলা থেকে ২ লক্ষাধিক নেতা-কর্মী উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্টরা দাবি করছেন। দলীয় সূত্রে জানা যায়, সমাবেশ সফল করতে প্রতিদিন প্রস্তুতি সভাসহ গণসংযোগ চালিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। এ সমাবেশের মাধ্যমে আগামী দিনের এক দফা আন্দোলনে দেশের তরুণ সমাজকে সম্পৃক্ত করার জন্য এ সমাবেশ। এদিকে, তারুণ্যে সমাবেশ ঘিরে বগুড়া বিএনপি আরও চাঙ্গা হয়ে উঠেছে। বিএনপির অনেক নেতা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মুখিয়ে আছেন। শুধু দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা। জেলায় দল গুছিয়ে জাতীয় সংসদ নির্বাচনের অপেক্ষা করছে বিএনপি। এদিকে গতকাল বগুড়ায় রাজশাহী ও রংপুর বিভাগের তারণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এতে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না। এ জন্য বর্তমান প্রধানমন্ত্রীকে পদত্যাগে বাধ্য করার জন্য তারুণ্যের এ সমাবেশ। এ সমাবেশে বাধা দিলে আমরা বগুড়া থেকেই সরকার পতনের ডাক দেব। বগুড়া বিএনপির প্রতিষ্ঠাতা ও সংগঠনেরও জন্মভূমি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, খায়রুল বাশার, কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম জিলানী, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শেখ আল ফয়সাল, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহমুদুল হাসান রনি, আনোয়ার পারভেজ, এস এম মাহমুদুল হাসান, নাজমুল হুদা প্রমুখ। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ জানান, সামাবেশ ঘিরে বগুড়া জেলা পুলিশ শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর