সোমবার, ১৯ জুন, ২০২৩ ০০:০০ টা

ঘুষ ছাড়া এনবিআরে কোনো ফাইল চলে না : কাজী ফিরোজ রশীদ

নিজস্ব প্রতিবেদক

ঘুষ ছাড়া এনবিআরে কোনো ফাইল চলে না : কাজী ফিরোজ রশীদ

জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, ঘুষ ছাড়া এনবিআরে কোনো ফাইল চলে না। এনবিআরই ডিজিটাইজেশনে বাধা। গতকাল জাতীয় সংসদে ‘আয়কর বিল-২০২৩’ পাসের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সংসদে বিরোধীদলীয় নেতারা আয়কর বিলের বিরোধিতা করেন। কিন্তু তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। কাজী ফিরোজ রশীদ বলেন, অর্থমন্ত্রী আয়কর বাড়াতে নানা রকম প্রচেষ্টা করছেন তা বোঝা যাচ্ছে। তবে এনবিআরকে যদি ১০ হাজার কোটি টাকা খরচ করে অটোমেশন করা হয় তাহলে দেড় লাখ কোটি টাকা বেশি ট্যাক্স আদায় হবে। কারণ ট্যাক্স বা রিটার্ন জমা দিতে গেলে ঘুষ ছাড়া জমা দেওয়া যায় না। তা না হলে ফাইল দুদকে চলে যাবে বলে ভয় দেখানো হয়। তিনি আয়কর বিলের টাকা পাচার বেড়ে যাবে এবং কালো টাকার পরিমাণ বাড়বে বলেও মন্তব্য করেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর