সোমবার, ১৯ জুন, ২০২৩ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবারে বিসিসির নবনির্বাচিত মেয়রের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল সিটির নবনির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। এ সময় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মেয়রের সহধর্মিণী লুনা আবদুল্লাহ, তাদের একমাত্র ছেলে আবিদুর রহমান সেরনিয়াবাত এবং তার সহধর্মিণী খাদিজা উপস্থিত ছিলেন। খোকন সেরনিয়াবাতের ব্যক্তিগত একান্ত সহকারী রুবেল হাওলাদার জানান, বরিশালের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত গতকাল বেলা ১১টার দিকে সপরিবারে নগভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রায় ১ ঘণ্টা অবস্থানের পর দুপুর ১২টার দিকে গণভবন ত্যাগ করেন তারা। বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক অ্যাডভোকেট লস্কর নুরুল হক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিসিসির নবনির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাতের বড় বোন। খোকন সেরনিয়াবাত বিসিসিতে বিজয়ী হওয়ায় পর বড় বোনকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন। এটা একান্ত পারিবারিক সাক্ষাৎ ছিল। এখানে পারিবারিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বরিশাল সিটি নির্বাচনের ফলাফলে সন্তোষ প্রকাশ করে বরিশালবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত ঢাকা থেকে বরিশাল ফিরে নেতা-কর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জেয়ারত করতে যাবেন বলে জানান নৌকা প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেল প্রধান মহানগর আওয়ামী লীগের সদস্য ফরহাদ বিন আলম জাকির। গত ১২ জুন বিসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর