মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ০০:০০ টা

ছাত্রলীগের আন্দোলনের মুখে যবিপ্রবির সব পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, যশোর

ছাত্রলীগের আন্দোলনের মুখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ঈদের আগের সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১২ দফা দাবিতে শনিবার থেকে ছাত্রলীগের যবিপ্রবি শাখার নেতা-কর্মীরা আন্দোলন শুরু করেন। এতে ওইদিন থেকেই যবিপ্রবির ২৬টি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ও পাঠদান বন্ধ হয়ে যায়। আন্দোলনের তৃতীয় দিন গতকাল সকাল ৯টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেখানে গিয়ে তাদের দাবি-দাওয়ার বিষয়ে কথা বলেন।

তিনি ১৫ জুলাইয়ের মধ্যে ১০ তলাবিশিষ্ট নতুন একাডেমিক ভবনে লিফট স্থাপনের প্রতিশ্রুতি দিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। তাদের দাবি অনুযায়ী ১৫ জুলাইয়ের মধ্যে অন্তত দুটি লিফট স্থাপন করা হবে। লিফট ক্যাম্পাসেই রয়েছে। তাদের বিক্ষোভ শেষ করা উচিত।’ তিনি বলেন, ‘ঈদের আগে ২৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে, তবে পাঠদান কার্যক্রম চলবে’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর