বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে দুটি স্মার্ট হাটের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরের সাগরিকা ও নূর নগর গরুর হাটে ডিজিটাল পদ্ধতিতে বিকিকিনি শুরুর মাধ্যমে স্মার্ট হাটের যাত্রা শুরু হয়েছে। প্রাথমিকভাবে এ দুটি হাটে ডিজিটাল লেনদেন বুথ চালু করছে চসিক। এ দুটি বুথে এটিএম মেশিন, মোবাইলে আর্থিক লেনদেন সেবা, ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা উপভোগ করা যাবে। গতকাল নগরীর সেনা কল্যাণ কনভেনশন সেন্টারে ‘ডিজিটাল হাট’ উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিজিটাল হাটের যাত্রা শুরু করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। বক্তব্যে চসিক মেয়র বলেন, ডিজিটাল হাটের বিকিকিনি হবে নিরাপদ ও ঝামেলাহীন। ডিজিটাল হাটে সব ধরনের আর্থিক লেনদেন হবে ডিজিটালি। তাই অপরাধচক্রের কার্যক্রম কমে আসবে।

 তিনি বলেন, এবার দুটি হাটের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে সব হাটে ক্যাশলেস লেনদেনের সুবিধা চালু করব। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ বি এম জহুরুল হুদা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে স্মার্ট রাষ্ট্রে পরিণত করতে আমাদের পেমেন্ট সিস্টেমকে স্মার্ট করতে হবে। দেশের আর্থিক কার্যক্রমকে ডিজিটাল করার মাধ্যমে আমরা ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে লড়ছি।    বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী বিস্তৃত স্থায়ী ও সাপ্তাহিক পশুর হাটের লেনদেন ক্যাশলেস করার জন্য কাজ করে যাচ্ছে।

সর্বশেষ খবর