বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা

রাজউকের আওতায় আসছে মেঘনা থেকে পদ্মা সেতু এলাকা

নিজস্ব প্রতিবেদক

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সংসদে জানিয়েছেন ঢাকার পূর্বে মেঘনা নদী ও পশ্চিমে (প্রকৃত অর্থে দক্ষিণ) পদ্মা সেতু পর্যন্ত পুরো এলাকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অধিক্ষেত্র হিসেবে সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। সরকারের অনুশাসন পেলে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেবে রাজউক। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল জাতীয় সংসদের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।  গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ আরও জানান, রাজউকের বর্তমান অধিক্ষেত্র ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ ও গাজীপুরসহ আটটি অঞ্চলের ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত। সাভার উপজেলার পুরোটাই রাজউকের আওতাধীন। এ ছাড়া রাজউকের আওতাধীন গাজীপুর সিটি করপোরেশনভুক্ত এলাকা পুনঃনির্ধারণ করার পরিকল্পনা রয়েছে। নতুন আইনে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন হয়ে যাওয়ায় ওইসব এলাকা বাদ যাবে রাজউক অধিক্ষেত্র থেকে।

অবাঙালিদের জন্য কেরানীগঞ্জে হচ্ছে ৫ হাজার ৬০০ ফ্ল্যাট : সরকারদলীয় সংসদ সদস্য শাহে আলমের লিখিত প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, ঢাকার মোহাম্মদপুরে বসবাসরত অবাঙালিদের পুনর্বাসনের জন্য ঢাকার কেরানীগঞ্জে ৫ হাজার ৬০০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব শহরে দরিদ্র কমিউনিটির ছিন্নমূল জনগণকে টেকসই উন্নয়নের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ খবর