শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে ৫৭ জনের ছানি অপারেশন

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা চক্ষু হাসপাতালে কুমিল্লা অঞ্চলের ৫৭ গরিব-দুস্থ রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে এই অপারেশন ক্যাম্প হয়। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে হয় এই অপারেশন ক্যাম্প। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবৈতনিক পরিচালক ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. মো. সালেহ আহমদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডা. রুবিনা আক্তার ও ডা. মজুমদার গোলাম রাব্বি। প্রফেসর ডা. মো. সালেহ আহমদ বলেন, অনেক আগে থেকেই দেশব্যাপী দুস্থদের সেবায় এই ক্যাম্প চলছে। ইতোমধ্যে ২ হাজার ৪৭০ জনের বেশি রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। ১৯ মে কুমিল্লা জেলার বরুড়া থানার ঝলম উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে চক্ষু চিকিৎসা ক্যাম্প থেকে ৩৫০ জনকে চোখের অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। তারই প্রথম ব্যাচের ৫৭ রোগীর অপারেশন সম্পন্ন হলো। ওই ক্যাম্পে প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।

চোখের ছানি অপারেশন করতে আসা সালেহা বেগম বলেন, কোনো দিন চিন্তাও করিনি, আমার চোখটা ভালো হয়ে যাবে। আবার আমি সবকিছু ঠিকভাবে দেখব। তাও আবার টাকা-পয়সা ছাড়া। বসুন্ধরা আই হসপিটালকে ধন্যবাদ। তারা আরও বেশি মানুষের পাশে এগিয়ে যাক এই দোয়া করি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর