শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ০০:০০ টা

জাবির শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বৈষম্য!

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ¯œাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শিফট পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে আইবিএ-জেইউ, সি, সি১, বি, ই, এ, এবং ডি (ছাত্রী) ইউনিটের ফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে ‘বি’ ইউনিটের ফলে শিফট বৈষম্যের অভিযোগ উঠেছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ছেলেদের চার শিফটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শেষ হয়। শিফট বৈষম্যের বিষয়ে জানতে চাইলে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, শিফট পদ্ধতিতে বৈষম্য তৈরি হয়। আমরা শিফট পদ্ধতি থেকে বের হতে চেয়েছি।

কিন্তু একাডেমিক কাউন্সিলে অনেক শিক্ষক বিরোধিতা করায় সেটি বাস্তবায়ন করতে পারিনি।

প্রসঙ্গত, শিফট পদ্ধতি বাতিল করে একক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর