শিরোনাম
রবিবার, ২৫ জুন, ২০২৩ ০০:০০ টা

কুমিল্লায় বাহারের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন রেজা বীরপ্রতীকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল মানববন্ধন ও বিক্ষোভ করেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। তারা এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু, আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক, মো. শাজাহান, আবুল বাসার, সাহাব উদ্দিন, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি নুর ইসলাম মোল্লা এতে বক্তব্য রাখেন। এর সঙ্গে একাত্মতা পোষণ করেন, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি উপ-কমিটির সদস্য তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সেক্রেটারি সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, প্রজন্ম কমান্ডের অহিদুল ইসলাম তুসার।

বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু বলেন, আওয়ামী লীগ আমলে মুক্তিযোদ্ধারা মার খাবে, এটা হতে পারে না। এ ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের দুর্দিনের কর্মীদের মূল্যায়ন করতে হবে। মুক্তিযোদ্ধারা এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন। সমাবেশ শেষে ৫০০ মুক্তিযোদ্ধা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন। একই দাবিতে বিক্ষোভ হয়েছে চৌদ্দগ্রাম ও কুমিল্লায়। চৌদ্দগ্রামে কমান্ডার সিদ্দিকুর রহমান, আবদুল হাই কানু, সাবেক মেয়র মিজানুর রহমান ও কুমিল্লায় জেলা কমান্ডার সফিউল আহমেদ বাবুল বক্তব্য রাখেন।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর