শিরোনাম
রবিবার, ২৫ জুন, ২০২৩ ০০:০০ টা

ভালো ফলের চেয়ে ভালো মানুষ হওয়া জরুরি : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ভালো ফলের চেয়ে ভালো মানুষ হওয়া জরুরি : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সন্তানকে ভালো ফলের জন্য মানসিকভাবে চাপ দেবেন না। ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হওয়া বেশি জরুরি। সন্তানের মানসিক স্বাস্থ্য অনেক জরুরি। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এসএসসি-এইচএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের (এসবিএসি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান। অনুষ্ঠানে এসএসসির ২০ জন ও এইচএসসির ২৫ জনসহ মোট ৪৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী। এতে আরও বক্তব্য দেন অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, দফতর সম্পাদক কাওসার আজম ও কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ। এ ছাড়া অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী এবং অভিভাবকরাও বক্তব্য দেন। ডিআরইউর সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহম্মদ নঈমুদ্দীন, কার্যনির্বাহী সদস্য মনির মিল্লাত, মোজাম্মেল হক তুহিন, কিরণ শেখ, এস এম মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

দীপু মনি বলেন, বাচ্চা যখন স্কুল থেকে বাসায় আসবে তাকে জিজ্ঞেস করবেন না তুমি কত নম্বর পেয়েছ? জিজ্ঞেস করবেন সে নতুন কী শিখেছে? আমাদের প্রত্যাশার চাপ যেন আমরা বাচ্চাদের ওপর চাপিয়ে না দিই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর