রবিবার, ২৫ জুন, ২০২৩ ০০:০০ টা

সরকার বেপরোয়া হয়ে উঠেছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

সরকার বেপরোয়া হয়ে উঠেছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশের মুক্তিকামী জনতা মাফিয়াদের পতনের ধ্বনি শুনতে পাচ্ছে। এ কারণে জনবিচ্ছিন্ন সরকার অস্থির ও বেপরোয়া হয়ে উঠেছে। কর্তৃত্ববাদী সরকারের অন্তিম সময়ে এখন বিষাদের সুর বাজছে। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী অভিযোগ করেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের সময়ের মতো একই কায়দায় বিএনপির নেতা-কর্মীদের হত্যা, নির্যাতন, গ্রেফতার ও গায়েবি মামলা বিস্ময়করভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, গত ১৯ মে থেকে ২৪ জুন পর্যন্ত বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে সারা দেশে মোট ২১০টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ৮৩০ জনের বেশি নেতা-কর্মীকে। আর ৯ হাজার ৩০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। রিজভী বলেন, পাইকারি হারে সারা দেশে গণগ্রেফতার, মিথ্যা মামলা, বাড়ি বাড়ি অভিযান চালানো হচ্ছে। বিএনপি নেতা-কর্মীদের ঘুম কেড়ে নেওয়া হয়েছে। তারা কেউ বাড়িতে থাকতে পারছেন না। সরকারের বিরুদ্ধে যারা সমালোচনা করছেন, তাদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর