সোমবার, ২৬ জুন, ২০২৩ ০০:০০ টা

কোল্ড স্টোরেজ থেকে ৩০ লাখ টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পবা উপজেলার বড়গাছীতে রাজ আলু কোল্ড স্টোরেজে চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে কোল্ড স্টোরেজের কেচিগেট ভেঙে তিন ডাকাত ভিতরে ঢুকে ভল্ট ভেঙে ৩০ লাখ ৬৭ হাজার ৭২ টাকা নিয়ে যায়। যা কোল্ড স্টোরেজের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। কোল্ড স্টোরেজের ম্যানেজার লিয়াকত আলী সরকার জানান, ‘রাতে আমরা সব টাকা হিসাব করে রেখে গেছি। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই তিন দিনের ৩০ লাখ ৬৭ হাজার ৭২ টাকা ছিল ভল্টে। সকালে পরিচ্ছন্নকর্মী এসে দেখে অফিসের তালা ভাঙা এবং সবকিছু এলোমেলো হয়ে আছে। তারা সঙ্গে সঙ্গে আমাদের ফোন দেয়। গিয়ে দেখি ভল্টের তালাও ভাঙা, ভিতরেও কোনো টাকা নেই। সিটিটিভির ফুটেজে দেখা যায়, তিনজন ভিতরে ঢুকে ভল্টের তালা ভাঙছে এবং টাকা লুট করে নিয়ে যাচ্ছে।

এর মধ্যে একজনের মুখ খোলা ছিল। কোল্ড স্টোরেজের মালিক মোহাম্মদ আলী সরকার বলেন, তিন দিনের টাকা একসঙ্গে নিয়ে গিয়ে রবিবার ব্যাংকে জমা দেওয়ার কথা ছিল। এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম জানান, কোল্ড স্টোরেজের সব ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িতদের চিহ্নিত ও টাকা উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

সর্বশেষ খবর