মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ০০:০০ টা

গাবতলীফেরত ‘সম্রাট’ এবার চট্টগ্রামের হাটে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

লালচে সাদা আর বাদামি রঙের মিশ্রণে রাণীশংকর জাতের গরু ‘সম্রাট’। প্রায় ৫৫ মণ ওজনের গরুটি দাম হাঁকানো হচ্ছে ১৮ লাখ টাকা। খুলনার দৌলতপুরে পাবলা মধুমতি ডেইরি ফার্মের এ গরুটি গত বছর ঈদে রাজধানীর গাবতলী হাটে নেওয়া হয়েছিল। কাক্সিক্ষত দাম না পাওয়ায় বিক্রি হয়নি। এবার সেটি নেওয়া হয়েছে চট্টগ্রামের হাটে। ভালো দামে গরুটি বিক্রি হবে বলে আশা করছেন ফার্ম মালিক শামীম শেখ। তিনি বলেন, আকার-আকৃতি, রং চেহারা সবদিক দিয়েই আকর্ষণীয় সম্রাট। যে কারোর পছন্দ হবে। ভালো দাম পাওয়ার আশায় গরুটিকে চট্টগ্রামের হাটে নেওয়া হয়েছে।

এদিকে সম্রাট ছাড়াও খুলনার হাটে ৮০০ কেজি, ৯০০ কেজি ও ১২০০ কেজি ওজনের বড় গরু আনা হয়েছে। কিন্তু হাটে বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। জানা যায়, এবার খুলনায় খামারি ও ব্যক্তি পর্যায়ে কোরবানিযোগ্য পশু রয়েছে ৯২ হাজার ৪০০টি। এর মধ্যে ৯০ হাজার পশুর কোরবানির সম্ভাবনা রয়েছে। দেশি ছোট গরু ৬০-৭০ হাজার টাকা ও মাঝারি আকারের গরু ৮০ হাজার থেকে ১ লাখ টাকায় মিলছে। বড় জাতের গরু বিক্রির জন্য খামারিরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক লাইভসহ নানা উপায়ে ক্রেতাদের আকর্ষণ করছেন। শেষ মুহূর্তে এই বড় গরুগুলো নগরীর জোড়াগেট হাটে আনা হবে বলে খামারিরা জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর