মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ০০:০০ টা

বিনিয়োগকারীদের অবণ্টিত অর্থ জমা না দিলে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানি দাবিহীন ও অবণ্টিত বিনিয়োগকারীদের লভ্যাংশের অর্থ ও শেয়ার আসছে ৩০ জুনের মধ্যে জমা দেবে না, নির্ধারিত তারিখের পর থেকে তাদের জরিমানা গুনতে হবে। পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিলের চেয়ারম্যান ও সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান গতকাল এ তথ্য জানিয়েছেন। জাতীয় প্রেস ক্লাব আয়োজিত ‘স্যানিটাইজেশন অব জার্নালিস্ট অ্যাবাউট ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের পরিচালনায় সিএমএসএফের পরিচালক ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, ড. মোহাম্মদ তারেক ও এ কে এম দেলোয়ার হোসেন এতে বক্তব্য দেন। নজিবুর রহমান বলেন, ৩০ জুনের মধ্যে নগদ লভ্যাংশ অথবা বোনাস শেয়ার সিএমএসএফে জমা দিতে ব্যর্থ হলে অনাদায়ী লভ্যাংশের ওপর প্রতি মাসে ২ দশমিক ৫ শতাংশ হারে সারচার্জ দিতে হবে।

তিনি বলেন, বর্তমানে বাজারে তালিকাভুক্ত ৪৬০টি কোম্পানির কাছে বিনিয়োগকারীদের নগদ ও বোনাস শেয়ার বাবদ পড়ে আছে ৭ হাজার ৪৯৩ কোটি টাকা। বছরের পর বছর ধরে পড়ে থাকা বিনিয়োগকারীদের এ টাকার মুনাফা কোম্পানিগুলো ভক্ষণ করছে বলে অভিযোগ করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর