শিরোনাম
বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা

কোরবানির বর্জ্য ৬ ঘণ্টায় অপসারণ করবে কেসিসি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

আসন্ন ঈদুল আজহায় ৬ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে খুলনা সিটি করপোরেশন। এ জন্য বর্জ্য অপসারণে আলাদা দুটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

ঈদের দিন দুপুর ২টা থেকে রাত ৮টার মধ্যে বর্জ্য অপসারণে ৮০০ জনবল এবং ৫০টি যানবাহন চালু থাকবে। একই সঙ্গে ঈদের আগের ও পরের দিন বিশেষ প্রোগ্রামের আওতায় শহরকে পরিচ্ছন্ন রাখবে প্রতিষ্ঠানটি। জানা যায়, খুলনা নগরীতে কোরবানির বর্জ্য হয় ১২০০ থেকে ১৫০০ টন। এই বর্জ্য অপসারণ করতে ঈদের দিন পাঁচটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ওয়ার্ড ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাখা হয়েছে। পাশাপাশি কন্ট্রোল রুমের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা মনিটরিং করা হবে। রুট-১ এ খালিশপুরে নিউমার্কেট, গোয়ালখালী কবরখানা, কবির বটতলা এলাকা, রুট-২ এ বয়রা এলাকায় রাশিদা মেমোরিয়াল, বয়রা বাজার, রুট-৩ এ নিরালা কাঁচা বাজার, রুট-৪ এ জিলা স্কুল, বাদশা মিয়ার ক্লিনিক এলাকা, রুট-৫ এ রেল স্টেশন, পিটিআই এলাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বিশেষ প্রোগামের আওতায় আবু নাসের হাসপাতাল এলাকা, নৌ-আবাসিক, নিউজপ্রিন্ট, সিএন্ডবি গোডাউন, দৌলতপুর কাঁচাবাজার, গোয়ালপাড়া, ২৫০ বেড হাসপাতাল, কুয়েট, হাজি ইসমাইল রোড, শিপইয়ার্ড, টুটপাড়া সেন্ট্রাল রোড, গ্লাক্সো মোড়সহ বিভিন্ন স্থানে রাখা কন্টেইনার পয়েন্টে বর্জ্য অপসারণ করা হবে। সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আবদুল আজিজ জানান, ঈদের দিন দুপুর ২টা থেকে রাত ৮টার মধ্যে সব বর্জ্য অপসরণ করার পরিকল্পনা নিয়েছি। এদিন আমাদের ৮০০ জনবল কাজ করবে। একই সঙ্গে ৫০টি যানবাহন কাজ করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর