বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা

আইএমএফের শর্ত মানুষের স্বার্থবিরোধী

----- জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আইএমএফ যে শর্ত দিয়েছে তা সাধারণ মানুষের স্বার্থবিরোধী। আইএমএফ যে ঋণ দিচ্ছে তাতে আছে ৩০টি শক্ত শর্ত। বিভিন্ন খাতে তারা ভর্তুকি কমাতে বলেছে। এগুলো বেশির ভাগ গরিব মানুষের স্বার্থের পরিপন্থী। এর পরও সরকার দেশের স্বার্থ না দেখে আইএমএফের কাছে ঋণ নিতে চাচ্ছে। ফলে আমদানিতে পড়েছে প্রভাব, নিত্যপণ্যের বাজারে জ্বলছে আগুন। পাঁচ দিনের সফরে এসে গতকাল বিকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে দেশের সার্বিক অবস্থা তুলে ধরে জি এম কাদের সাংবাদিকদের বলেন, মানুষের কোনোরকম অধিকার নেই বললেই চলে। মানুষের ভোটাধিকার নেই, কথা বলার অধিকার নেই। প্রেস ফ্রিডম অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতা নেই। মানুষের ভাতকাপড়ের নিরাপত্তা নেই। সংবিধান অনুযারী মানুষের মৌলিক চাহিদা পূরণ করা সরকারের এবং রাষ্ট্রের দায়িত্ব, সেগুলোর ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা করা হয়নি।

দেশের মানুষকে যে কোনোভাবেই হোক মুক্ত করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর