শিরোনাম
বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আওয়ামী লীগ সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, চলতি বছরের শেষ দিকে ডিসেম্বরে অথবা আগামী বছরের ৩০ জানুয়ারির আগেই জাতীয় সংসদ নির্বাচন হবে। এ ব্যাপারে কারও কোনো সন্দেহ থাকা উচিত নয়। নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনেই। কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না। সুপ্রিম কোর্টের রায়ে সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। তাই তত্ত্বাবধায়ক সরকার বলে আর কোনো সরকার আসবে না। গতকাল বিকালে কসবা উপজেলার ১ নম্বর মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চারগাছ এন আই ভুইয়া ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম এতে সভাপতিত্ব করেন।

 সভায় উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার ভুইয়া জীবন, কসবা পৌর মেয়র এম জি হাক্কানীসহ দলীয় নেতা-কর্মীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর