রবিবার, ২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সিলেটে ঈদের জামাতে দুই মেয়রের কোলাকুলি, সম্প্রীতির আহ্বান

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ঈদের জামাতে দুই মেয়রের কোলাকুলি, সম্প্রীতির আহ্বান

সিলেটে এবারও ঈদের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহে। একসঙ্গে প্রায় লাখো মানুষ ঈদের নামাজ আদায় করেছেন এখানে। শাহী ঈদগাহে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিলেটের রাজনৈতিক এবং পেশাজীবী বিশিষ্টজনেরা ঈদের নামাজ আদায় করেন। নামাজের পর বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী কুশল বিনিময়ের পাশাপাশি নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনও কোলাকুলি করেন দুই মেয়রের সঙ্গে। এ সময় তিন জনপ্রতিনিধি দলমতের ঊর্ধেŸ উঠে সিলেটের রাজনৈতিক সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা কামাল উদ্দিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর