রবিবার, ২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

জঙ্গিবাদের সুপ্ত বীজ এখনো আছে : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। এ সময় তিনি বলেন, দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও এর সুপ্ত বীজ এখনো আছে। সাত বছর আগে হোলি আর্টিজানে বিদেশি নাগরিকদের জিম্মি করে তাদের হত্যা করে জঙ্গিরা। তাদের উদ্ধার করতে গিয়ে আমাদের দুজন সিনিয়র পুলিশ সদস্য শহীদ হন। আজকেও আমাদের মনে এটা দগ্ধ ঘায়ের মতো জ্বলে। গতকাল সকালে হোলি আর্টিজানে জঙ্গি হামলায় শহীদ দুই পুলিশ সদস্যের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিবাদ নিশ্চিহ্ন হয়ে যায়নি, আমরা বলব যে এটা নিয়ন্ত্রণে আছে। জেএমবি, নব্য জেএমবিসহ জঙ্গিবাদ এখন আর নেই। তবে জঙ্গিবাদের সুপ্ত বীজ লুকিয়ে থাকতে পারে। নতুন কয়েকটি জঙ্গি সংগঠন সংগঠিত হওয়ার চেষ্টা করেছে। পুলিশ-র‌্যাব তাদের অনেককে গ্রেফতার করেছে। অনেকে ভুল বুঝতে পেরে আত্মসমর্পণ করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর