রবিবার, ২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

গরু না দেওয়ায় আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কোরবানিতে বাপের বাড়ি থেকে গরু না পাঠানোয় মানসিক নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। তার নাম সুমী আক্তার। শুক্রবার সকালে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের সৈয়দ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হাটহাজারী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, কোরবানির ঈদে সুমীর বাবার বাড়ি থেকে গরু পাঠানোর জন্য চাপ প্রয়োগ করেন শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু গরু না পাঠিয়ে ছাগল পাঠানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে সুমিকে মানসিক নির্যাতন করে তারা। গঞ্জনা ও তার অপমান সইতে না পেরে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন সুমী। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সুমীর বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে একটি মামলা করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান সুমন খান বলেন, এক বছর আগে সৈয়দ পাড়ার প্রবাসী তাজুল ইসলামের সঙ্গে সুমীর বিয়ে হয়।

সুমীর পরিবারের দাবি, কোরবানিতে গরু না দেওয়ায় তাকে মানসিক নির্যাতন করা হয়। অপমান সইতে না পেরে আত্মহত্যা করেন গৃহবধূ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর