রবিবার, ২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রংপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিন সন্তানের জননী গৃহবধূ মুন্নি বেগমকে (৩০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিকালে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের সাতআনি শেরপুর ফকরপাড়া এলাকার স্বামীর বাসা থেকে মুন্নির ঝুলন্ত লাশ উদ্ধার করে গতকাল সকালে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মুন্নি ফকরপাড়ার রশিদুল মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ১৪ বছর আগে ফেনী জেলার বাসিন্দা মুন্নির সঙ্গে বিয়ে হয় ফকরপাড়ার রশিদুলের। তাদের সংসারে ১১ বছর ও ২ বছর বয়সী দুই মেয়ে ও ৩ বছর বয়সী এক ছেলে রয়েছে। সম্প্রতি মুন্নি ও রশিদুলের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে ঝগড়া চলছিল। স্থানীয়দের অভিযোগ, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে রশিদুলসহ পরিবারের লোকজন মুন্নিকে পিটিয়ে হত্যা করে। পরে তারা ফাঁস লাগিয়ে মুন্নি আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালায়। খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর