রবিবার, ২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর বিনোদন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে নেই কোনো ভিড়। একটানা বৃষ্টিতে বদলে গেছে নগরবাসীর ঈদ আনন্দের চিরচেনা চিত্র। বৈরী আবহাওয়ার কারণে জাতীয় চিড়িয়াখানা, শিশুপার্ক, হাতিরঝিলসহ রাজধানীর অধিকাংশ বিনোদন কেন্দ্র ফাঁকা। বৃষ্টি বিড়ম্বনায় ভোগান্তিতে পড়েছে মানুষ। দুপুরের পর থেকেই একটানা বৃষ্টি। ছুটির দিনে ভ্রমণপিপাসুদের পচ্ছন্দের গন্তব্য হাতিরঝিল। কিন্তু বৃষ্টির কারণে হাতিরঝিল এলাকা ছিল জনশূন্য। ফুডকোর্টে হাতে গোনা দু-একটি পরিবারকে দেখা যায়। অনেকে এর মধ্যে ঘুড়ে বেড়াচ্ছেন নৌকায়। ফুডকোর্টে ছয় বছরের ছেলে এবং স্ত্রীকে নিয়ে বেড়াতে এসেছিলেন ফাহিম হোসেন। তিনি বলেন, ঈদের আগের দিন থেকে বৃষ্টির কারণে কেনাকাটা, কোরবানি সব কিছুতেই ভীষণ ভোগান্তি পোহাতে হয়েছে। ছুটি থাকলেও ঝুম বৃষ্টির কারণে বাইরে বের হতে পারিনি। ছেলে ভীষণ মন খারাপ করায় আজ বৃষ্টি মাথায় নিয়েই বের হয়েছি।

জাতীয় চিড়িয়াখানা ছিল ফাঁকা। ঈদের ছুটিতে মানুষের উপচে পড়া ভিড় চিড়িয়াখানার নিত্যচিত্র হলেও এবার ছিল ব্যতিক্রম। বৃষ্টির কারণে মানুষের ভিড় তেমন ছিল না বললেই চলে। জাতীয় জাদুঘর, ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড (শিশু মেলা) সংসদ ভবন, চন্দ্রিমা উদ্যানেও নেই দর্শনার্থীর আনাগোনা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর