সোমবার, ৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বন্ধ পাটকল চালুসহ বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দেশের ২৬টি পাটকল ও ছয়টি চিনি কলসহ বন্ধ সব কলকারখানা রাষ্ট্রীয় মালিকানায় চালু, শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় শ্রমিক ফেডারেশন। সংগঠনের জেলা কমিটির ব্যানারে গতকাল নগরীর সদর রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক জলিলুর রহমান, খেত-মজুর কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্যক্ষ হারুন অর-রশিদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ অজিজুর রহমান খোকন, জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা কমিটির সম্পাদক আমীর আলী ও শ্রমিক ফেডারেশনের সদস্য বিরেন রায়। বক্তারা বলেন, সরকার ২০২০ সালে লোকসান ও পুরনো কলকারখানার অজুহাত দেখিয়ে ৪০ হাজার পাটকল শ্রমিকের রুজি অনিশ্চয়তায় ফেলে রাষ্ট্রীয় পাটকল বন্ধ করে দেয়। তারা সব কলকারখানা পুনরায় চালুসহ শ্রমিকদের বকেয়া পরিশোধ করার দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর