সোমবার, ৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নরসিংদীতে গুলির ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে দুই মামলা, অস্ত্রসহ গ্রেফতার ৫

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ওপর গুলি চালানোর অভিযোগে মৎস্যজীবী দল নেতা সেলিম ভূঞাসহ পাঁচজনের বিরুদ্ধে অস্ত্র আইনসহ পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী। এর আগে শনিবার জেলা গোয়েন্দা পুলিশ ও শিবপুর থানা পুলিশের যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চাপাতি ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত সেলিম ভূঞা মৎস্যজীবী লীগ নেতা হিসেবে নিজেকে পরিচয় দিলেও বাস্তবে তিনি শিবপুর পৌর মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি। স্থানীয় রাজনীতিতে আওয়ামী লীগের এমপি জহিরুল হক ভূইয়া মোহনের অনুসারী ও তার ভাই জুনায়েদুল হক জুনুর ক্যাডার হিসেবে পরিচিত। প্রেস কনফারেন্সে নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, শিবপুর বাসস্ট্যান্ডের পাশের একটি জমি নিয়ে সেলিম ভূইয়া ও নাইমুল ইসলাম অপির পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার বিকালে বিরোধপূর্ণ জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেলিমসহ পাঁচজনকে গ্রেফতার করে। পরে সেলিমের কাছ থেকে ১টি পিস্তল উদ্ধার করা হয়। আটককৃত অন্যরা হলেন- শিবপুর দক্ষিণপাড়ার সাদেক মিয়ার ছেলে কাউসার মিয়া, ভূইয়া মার্কেটের তমিজউদ্দিনের ছেলে আরিফ হোসেন, পশ্চিমপাড়ার সেকান্দর আলীর ছেলে হিরন মিয়া ও একই এলাকার আবুল হাসিমের ছেলে মেহেদী হাসান।

শিবপুর আওয়ামী মৎস্যজীবী দলের সভাপতি জায়দুল শেখ কাউসার বলেন, একাধিক গণমাধ্যমে গ্রেফতারকৃত সেলিমকে মৎস্যজীবী লীগ নেতা উল্লেখ করা হয়েছে। বাস্তবে সেলিম আওয়ামী লীগ বা মৎস্যজীবী লীগের কেউ নন। সে মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি। সে অস্ত্রবাজ। একই সঙ্গে মাদক ব্যবসায়ী।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর