মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

কর্মবিরতিতে যাচ্ছেন বিএসএমএমইউর পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক

ভাতা বাড়ানো, কয়েক মাসের বকেয়া ভাতা পরিশোধ এবং প্রাপ্য ভাতা নিয়মিত দেওয়ার দাবিতে আগামী সপ্তাহ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট চিকিৎসকরা।

৮ জুলাই থেকে এই কর্মবিরতি শুরু হবে বলে জানিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি চিকিৎসক জাবির হোসেন। তিনি বলেন, ‘আমাদের ন্যায়সঙ্গত দাবির বিষয়ে বারবার কর্তৃপক্ষ আশ্বাস দিলেও আমরা এখনো কোনো সমাধান পাইনি। সে জন্য আমরা কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছি।’

অ্যাসোসিয়েশনের সভাপতি জাবির হোসেন ও সাধারণ সম্পাদক নূরুন্নবী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রাইভেট পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেইনি ডাক্তারদের বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত ন্যায্য দাবির বিষয়ে বারবার কর্তৃপক্ষ সমর্থন দিয়ে থাকলেও তাদের আশ্বাস বরাবরের মতোই মিথ্যা প্রমাণিত হয়েছে।’ এর আগেও গত মাসে একই দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন পাঁচ শতাধিক চিকিৎসক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর