মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

তরুণ-তরুণীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে : আইসিটি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

তরুণ-তরুণীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে : আইসিটি প্রতিমন্ত্রী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীদের বুদ্ধিদীপ্ত, সৃজনশীল, উদ্ভাবনী ক্ষমতায় উদ্ভাসিত স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে। এতে দেশে বছরে প্রায় ১ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আসছে ফ্রিল্যান্সারদের মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ঘরে ঘরে পৌঁছে দেওয়া ইন্টারনেটে সংযুক্ত হয়ে, বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে, কম্পিউটার দিয়ে নিজের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে সাড়ে ৬ লাখ তরুণ-তরুণী স্বনির্ভর হয়েছেন। গতকাল বিকালে রংপুর সদর উপজেলার হরকলি বহুমুখী ফাজিল মাদরাসা প্রাঙ্গণে স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য স্মার্ট কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ হচ্ছে স্মার্ট বাংলাদেশের মাধ্যমে উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তর।

 আমরা সরকারি দফতরগুলোকে পেপারলেস করার কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের অর্থনীতিকে ক্যাশলেস করারও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমান ছাত্রলীগ নেতৃত্বের পরামর্শে দেশের ৫০ লাখ মাদরাসা পড়ুয়া শিক্ষিত তরুণ-তরুণীদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে তাদের স্বনির্ভর করে গড়ে তোলা হচ্ছে। এতে আমরা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনাসহ ভিশন ২০৪১ অর্জন করতে পারব।

তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্যপ্রযুক্তি, বাংলাদেশের ইতিহাস বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলায় রংপুরসহ দেশের ১৭টি কোম্পানির স্টলে চাকরিপ্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ করেন কোম্পানি কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর