মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পরিচালন মুনাফায় সোনালী ও রূপালী ব্যাংকের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের অর্ধবার্ষিক হিসাব সমাপনীতে মুনাফা প্রায় ছয় গুণ বেড়েছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের। একই সঙ্গে ব্যাংকের ৫২ বছরের ইতিহাসে এবারই প্রথম হাফে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে ব্যাংকটি। রাষ্ট্রায়ত্ত আরেক প্রতিষ্ঠান সোনালী ব্যাংক ১ হাজার ৬৭৯ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে; যা গত বছরের একই সময়ে পরিচালন মুনাফার চেয়ে ৬৩৪ কোটি টাকা বেশি। রূপালী ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত প্রথম ছয় মাসে বা অর্ধবার্ষিক হিসাব সমাপনীতে পরিচালন মুনাফা হয়েছে ৩৪০ কোটি টাকার বেশি। গত বছর একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল মাত্র ৫৭ কোটি টাকা। বর্তমান ব্যবস্থাপনা  পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর গত বছরের আগস্টে দায়িত্ব নেওয়ার পর ব্যাংকটির ডিপোজিট বেড়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। ঋণ বেড়েছে ৭ হাজার কোটি টাকা।

একই সময়ে সোনালী ব্যাংকে ঋণ ও অগ্রিমের পরিমাণ বেড়েছে ১৫ হাজার ১৭ কোটি টাকা। চলতি বছরের জুন শেষে যার পরিমাণ ৯০ হাজার ৮২ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৭৫ হাজার ৬৫ কোটি টাকা। একই সময়ে আমানত ও ঋণের অনুপাতের হার ৫৪.২৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬০.৫৪ শতাংশ হয়েছে, অর্থাৎ বৃদ্ধির হার ৬.২৯ শতাংশ। পরিচালন মুনাফার পাশাপাশি সদ্যসমাপ্ত অর্ধবার্ষিকীতে প্রতিটি সূচকেও রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে এগিয়ে রয়েছে সোনালী ব্যাংক। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির আমানত বৃদ্ধি পেয়েছে ১০ হাজার ৪১৩ কোটি টাকা। ২০২২ সালের একই সময়ে আমানতের পরিমাণ ছিল ১ লাখ ৩৮ হাজার ৩৭৩ কোটি টাকা, যা চলতি বছরে অর্ধবার্ষিকী শেষে হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৮৬ কোটি টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর