বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

কোনো মুক্তিযোদ্ধা সরকারি চাকরিতে কর্মরত নেই : মোজাম্মেল হক

নিজস্ব প্রতিবেদক

কোনো মুক্তিযোদ্ধা সরকারি চাকরিতে কর্মরত নেই : মোজাম্মেল হক

বিধি অনুযায়ী বর্তমানে কোনো বীর মুক্তিযোদ্ধা সরকারি চাকরিতে কর্মরত নেই বলে সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদের বৈঠকে টেবিলে উত্থাপিত সরকারদলীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় আ ক ম মোজাম্মেল হক বলেন, এ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী বীর মুক্তিযোদ্ধার সর্বশেষ জন্ম তারিখ ১৯৫৯ সালের ৩০ মে। সে অনুযায়ী একজন বীর মুক্তিযোদ্ধার বিধি মোতাবেক চাকরিকাল হবে ২০১৯ সালের ৩০ মে পর্যন্ত। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ, ২০২০’-এর নির্দেশনা অনুসারে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা পরিচালনা করা হয়ে থাকে। চাকরিরত বা চাকরিরত নয় এমন বীর মুক্তিযোদ্ধাদের জীবিতকাল পর্যন্ত এবং মৃত্যুর পর ওয়ারিশ, স্ত্রী বা সন্তানরা ভাতা পান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর