বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রংপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত, দুই কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত এবং মেয়াদোত্তীর্ণ মহানগর ও রংপুর মেডিকেল কলেজ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বিকালে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম এবং মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম। উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর পর ২০২২ সালের ৪ জুন জেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এতে এস এম সাব্বিরকে সভাপতি ও তানিম আহসান চপলকে সাধারণ সম্পাদক করা হয়। জানা গেছে, ২ জুলাই বিকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছাত্রলীগের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের উপস্থিতিতে জেলা নেতাদের সঙ্গে নীলফামারী জেলার নেতাদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্রীয় নেতারা ক্ষোভ প্রকাশ করেন।

এ ছাড়া রংপুর মহানগর ছাত্রলীগ কমিটি ২০১৫ সালের ২০ জুলাই এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। এরপর দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও নতুন কমিটি পায়নি মহানগর ছাত্রলীগ। অপরদিকে ২০২১ সালের ৩১ মে এক বছরের জন্য রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হলেও সেই কমিটির মেয়াদও উল্টীর্ণ হয়ে গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর