বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

৬৫ হাজার টন কয়লা নিয়ে নোঙর করল আরেকটি জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে নোঙর করেছে আরেকটি জাহাজ। ৬৫ হাজার ২০ টন কয়লা নিয়ে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজ ‘এমভি এলএমজি অ্যাটলাস’ গতকাল বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের জেটিতে নোঙর করে। এটি মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসা ষষ্ঠ জাহাজ। এ নিয়ে সাড়ে ৩ লাখ টনের অধিক কয়লা আনা হলো এ বিদ্যুৎ কেন্দ্রের জন্য। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, গতকাল দুপুরে চট্টগ্রাম বন্দরের নিজস্ব পাইলটের তত্ত্বাবধানে জাহাজি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙর করা হয়। ২২৯ মিটার লম্বা এবং সাড়ে ১২ মিটার ড্রাফটের জাহাজটিকে বন্দরের অভিজ্ঞ পাইলটের তত্ত্বাবধানে এবং শক্তিশালী টাগবোটের সহায়তায় নিরাপদে জেটিতে আনা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে জাহাজ থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে কয়লা খালাস করা হবে। কয়লা খালাসে সময় লাগবে অন্তত চার দিন।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৬৩ হাজার টন কয়লা নিয়ে প্রথমবার মাতারবাড়ী জেটিতে আসে ‘অউসো মারো’ নামের পানামার পতাকাবাহী জাহাজ। এরপর মে মাসে চারটি এবং জুনে একটি জাহাজ কয়লা নিয়ে মাতারবাড়ী আসে। এখন থেকে নিয়মিত কয়লাবাহী জাহাজ আসতেই থাকবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর