বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রাজধানীতে চুরি হওয়া বাস উদ্ধার, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর থেকে বিহঙ্গ পরিবহনের একটি চুরি হওয়া বাস উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই বাসের চালক সানজিত ও হেলপার আকাশকে গ্রেফতার করা হয়। পল্লবী থানা এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। গতকাল ডিএমপির মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানান। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে চালক সানজিত বলেছেন, ওই বাসের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ মামলা দেওয়ায় মালিক তার মোবাইল জব্দ করে রেখেছিলেন। এ ঘটনার প্রতিশোধ নিতেই তারা দুজন মিলে বাস চুরি করেন। কার্যত মালিককে ভয় দেখানোর জন্যই বাসটি চুরি করেছিলেন বলে জানান। জানা যায়, গত সোমবার রাতে মিরপুর ১০ নম্বর সেকশন থেকে বিহঙ্গ পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-৭৭২৩) একটি বাস চুরি হয়। এ ঘটনায় বাসের মালিক আবুল বাশার মিরপুর থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে পল্লবী থানা এলাকা থেকে বাসটি উদ্ধার করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর