বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মুনাফা বেড়েছে অধিকাংশ ব্যাংকের

বছরের বাকি সময়েও ভালো করার আশা ব্যাংকারদের

নিজস্ব প্রতিবেদক

মুনাফা বেড়েছে অধিকাংশ ব্যাংকের

২০২২ সালের তুলনায় ২০২৩ সালের প্রথম ছয় মাসে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালন মুনাফা বেড়েছে। ঈদুল আজহার ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় মুনাফার হিসাব চূড়ান্ত করতে দেরি হয়েছে ব্যাংকগুলোর। ছুটি শেষে ব্যাংকসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো খুললেও কিছু ব্যাংক তাদের অর্ধবার্ষিকের হিসাব চূড়ান্ত করতে পারেনি বলে জানা গেছে। গতকাল পর্যন্ত পাওয়া তথ্য মতে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে সরকারি-বেসরকারি পাঁচ ব্যাংকের মুনাফা ৪১১ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮২৪ কোটি টাকা। ২০২২ সালের জানুয়ারি-জুন শেষে এসব ব্যাংকের মুনাফা ছিল ১ হাজার ৪১৩ কোটি টাকা। ব্যাংকাররা বলেছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ছয় মাসও ভালো মুনাফা করবে ব্যাংকগুলো। এ বিষয়ে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চলতি বছরের শুরু থেকেই ব্যাংকগুলো বেশকিছু চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। এর মধ্যে আমদানি ব্যয় মেটানোর জন্য ডলারের সংস্থান করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সমস্যা কাটিয়ে বছরের বাকি সময়ে ব্যাংকগুলো ভালো করবে, আশা করছি।

জানা গেছে, চলতি বছরের প্রথমার্ধে চতুর্থ প্রজন্মের ইউনিয়ন ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ২২৫ কোটি টাকা। ২০২২ সালের একই সময়ে পরিচালন মুনাফা ছিল ১৭২ কোটি টাকা। ২০২২ সালের প্রথমার্ধে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ১৬৯ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছিল। চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকটি প্রায় ১৮০ কোটি টাকা পরিচালন মুনাফা পেয়েছে। চলতি বছরের প্রথমার্ধে প্রিমিয়ার ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৪০০ কোটি টাকা। ২০২২ সালের প্রথমার্ধে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৩৮১ কোটি টাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক চলতি বছরের প্রথম ছয় মাসে পরিচালন মুনাফা করেছে ১ হাজার ৬৭৯ কোটি টাকা। যা গত বছরের একই সময়ের চেয়ে ৬৩৪ কোটি টাকা বেশি। চলতি বছরের প্রথমার্ধে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ২৭৫ কোটি টাকা। ২০২২ সালের প্রথমার্ধে ৩৮৯ কোটি টাকা পরিচালন মুনাফা ছিল ব্যাংকটির। বেসরকারি খাতের ঢাকা ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৩১৯ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৩৭৬ কোটি টাকা। চলতি বছরের অর্ধবার্ষিক হিসাব সমাপনীতে মুনাফা প্রায় ছয়গুণ বেড়েছে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংকের। ব্যাংকটির ৫২ বছরের ইতিহাসে এবারই প্রথম ছয় মাসে সর্বোচ্চ মুনাফা করেছে ব্যাংকটি। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে রূপালী ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৩৪০ কোটি টাকার বেশি। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ৫৭ কোটি টাকা। ৪৯৬ ভাগ মুনাফা বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, সরকারি মালিকানাধীন ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থার প্রতিফলন। বিপুল পরিমাণ আমানত ঠিকভাবে ব্যবহার করতে পারলে ব্যাংকটি সব আর্থিক সূচকে আরও ভালো করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর