বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

দুই দিনে মাত্র সাত ঘণ্টা স্বাস্থ্যকর ঢাকার বাতাস

নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটি শেষে এখনো পুরোপুরি কর্মব্যস্ত হয়ে ওঠেনি ঢাকা। সড়কে নেই আগের মতো গাড়ি। নেই যানজট। শিল্প-কারখানাও চালু হয়নি পুরোদমে। হচ্ছে বৃষ্টি। তবুও পুরোপুরি নির্মল হয়নি ঢাকার বাতাস। ৩ জুলাই বিকাল ৫টা থেকে ৫ জুলাই বিকাল ৪টা পর্যন্ত ৪৮ ঘণ্টার মধ্যে মাত্র সাত ঘণ্টা স্বাস্থ্যকর ছিল রাজধানী ঢাকার বাতাস। বিশ্বের বায়ুমান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রতিবেদনে দেখা গেছে, এ ৪৮ ঘণ্টার মধ্যে বাতাসের মান সবচেয়ে ভালো ছিল গতকাল সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত। এ সময় প্রতি ঘনমিটার বাতাসে ক্ষতিকর অতি সূক্ষ্ম বস্তুকণা (পিএম ২.৫) ছিল গড়ে ৮ মাইক্রোগ্রাম। বাতাসের মান সবচেয়ে খারাপ ছিল ৩ জুলাই রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত। প্রতি ঘনমিটার বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা ছিল ৫৬ মাইক্রোগ্রাম, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। এই ৪৮ ঘণ্টার মধ্যে স্বাস্থ্যকর বাতাস ছিল ৪ জুলাই সকাল ১১টা-১২টা, রাত ৯টা-১০টা, ৫ জুলাই রাত ১টা-৪টা ও সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত। তিন ঘণ্টা ছিল সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, এক ঘণ্টা সব মানুষের জন্য অস্বাস্থ্যকর ও বাকি সময় বাতাস ছিল সহনীয় মাত্রায় দূষিত।

প্রতি ঘনমিটার বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা ১০ মাইক্রোগ্রাম পর্যন্ত স্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর