বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

৭১ বছরে পা দিল রাবি

রাবি প্রতিনিধি

৭১ বছরে পা দিল রাবি

কালের পরিক্রমায় আজ ৭১ বছরে পদার্পণ করল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ১৯৫৩ সালের এই দিনে ১৬১ জন শিক্ষার্থী নিয়ে উত্তরবঙ্গে শিক্ষার আলোকবর্তিকা হিসেবে যাত্রা শুরু করে এই বিদ্যাপীঠ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় বেলুন, ফেস্টুন ওড়ানো ও পায়রা অবমুক্তকরণ শেষে বৃক্ষরোপণ কর্মসূচি ও আনন্দ শোভাযাত্রা বের করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে শিক্ষা ও গবেষণায় দক্ষ মানব সম্পাদক তৈরির মাধ্যমে বিশ্ব দরবারে এই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণœ রাখতে সবার সহযোগিতা কামনা করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৫৩ সালের ৩১ মার্চ প্রাদেশিক আইনসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আইন পাস হলে অধ্যাপক ইসরাত হোসেন জুবেরীকে প্রথম উপাচার্য নিয়োগ দেওয়া হয়। একই বছর ৬ জুলাই দুটি অনুষদের (কলা ও আইন) অন্তর্ভুক্ত দর্শন, বাংলা, ইংরেজি, ইতিহাস, আইন ও অর্থনীতি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে এই বিশ্ববিদ্যালয়। যাত্রাকালে ১৫৬ জন ছাত্র, পাঁচজন ছাত্রী এবং ২০ জন শিক্ষক নিয়ে পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের পাঠদান শুরু হয়। ১৯৬২ সালে প্রথম অনার্স কোর্স চালু হয়। বর্তমানে ১২টি অনুষদের অধীনে ৫৯টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে ২৭ হাজার নিয়মিত শিক্ষার্থী অধ্যয়নরত। এ ছাড়া সহস্রাধিক শিক্ষক রয়েছেন। ২টি নির্মাণাধীনসহ ১৯টি আবাসিক হল এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ১টি ডরমিটরি রয়েছে। উত্তরবঙ্গের মানুষের উচ্চশিক্ষার দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধসহ বহু আন্দোলন-সংগ্রামের সাক্ষী। অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে এই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী আত্মত্যাগ করেছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর