বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে : আইনমন্ত্রী

সরকার মানবাধিকারের প্রতি সজাগ দৃষ্টি দেওয়ায় আন্তর্জাতিক পরিমন্ডলে ব্যাপক সাড়া পড়েছে এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল সরকারি দলের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের লিখিত উত্তরে সংসদকে এ কথা জানান তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের লিখিত উত্তরে আইনমন্ত্রী বলেন, যৌতুক নিরোধ আইনের অধীনে দেশের বিভিন্ন আদালতে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪১ হাজার ৬৯৩টি মামলা রয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় সবচেয়ে বেশি ৩ হাজার ৮৭৯টি মামলা আছে। অন্যদিকে সবচেয়ে কম রাঙামাটিতে ১৬টি মামলা রয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জাতীয় মানবাধিকার কমিশন গঠনের পর থেকে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। কমিশনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সরকার সর্বদা সচেষ্ট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর