বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় নিশ্চিত : কেসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা নগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে সিটি নির্বাচনে নৌকার জয় হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নেতা-কর্মীদের আরও ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নেতা-কর্মীদের মধ্যে কোনো ধরনের বিভাজন রাখা যাবে না। গতকাল তিনি দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। তালুকদার খালেক বলেন, চারপাশে স্বাধীনতাবিরোধী ও ষড়যন্ত্রকারীরা ছড়িয়ে পড়েছে। শান্তিপূর্ণ দেশকে তারা অশান্ত করার অপতৎপরতার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নেতা-কর্মীদের এ নিয়ে সতর্ক হতে হবে। ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করে আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এর কোনো বিকল্প নেই।

এ সময় বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর