বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পদ্মায় চলন্ত গাড়িতে টোল আদায় শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পদ্মা সেতুতে চলন্ত গাড়িতে টোল আদায় পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। গতকাল সকাল থেকে পদ্মা সেতুর দুই প্রান্তে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে টোল আদায় শুরু হয়। রেজিস্ট্রেশন করা যানবাহন টোল প্লাজার সামনে এলেই রোবটিক ক্যামেরার মাধ্যমে সেটি শনাক্তের মাধ্যমে অটোমেটিক টোল আদায় করা হচ্ছে। সেতু মন্ত্রণালয়ের সচিব মো. মনজুর কার্যক্রম উদ্বোধন করে জানান, এতে পদ্মা সেতুতে টোল আদায় আরও দ্রুত এবং সহজ হবে। পরীক্ষামূলকভাবে এই টোল আদায় কার্যক্রম চলবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর