বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রংপুরে উন্নয়ন বরাদ্দের কাজে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর-২ আসনে (বদরগঞ্জ-তারাগঞ্জ) প্রধানমন্ত্রীর উন্নয়ন বরাদ্দের কাজ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা সুমনা আক্তার লিলি। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, যোগ্য নেতৃত্বের অভাবে টিআর-কাবিখা প্রকল্প ছাড়া এ আসনে কোনো উন্নয়ন হয়নি। অপরদিকে স্কুল-কলেজের এমপি ও নিয়োগ বাণিজ্যে মেতে উঠেছেন স্থানীয় সংসদ সদস্য ও তার সিন্ডিকেট। দুই উপজেলায় কৃষিভিত্তিক, গার্মেন্টস, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির সম্ভাবনা থাকলেও উদ্যোগের অভাবে অর্থনৈতিক কর্মকান্ডে গতি পাচ্ছে না। এতে করে বদরগঞ্জ-তারাগঞ্জ উপজেলার বেকারত্ব প্রকট আকার ধারণ করেছে।  গতকাল দুপুরে নগরীর একটি হোটেল মিলনায়তনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় তিনি এসব অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন, তারাগঞ্জ ইকরচালীর মাহবুব হাসান মজনু, আল আমিন হোসেন, অশোক রায়, দীপক রায়সহ অন্যরা।

অন্যদিকে রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক অভিযোগের ব্যাপারে বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন বরাদ্দের কাজ তদারকির জন্য বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। তারা তাদের কাজ করছেন। যেসব অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর