বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

যুদ্ধাপরাধী শুক্কর অবশেষে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নাম ও ঠিকানা পরিবর্তন করেও শেষরক্ষা হয়নি মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত আবদুস শুক্করের (৭৭)। দীর্ঘ আট বছর পলাতক থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। গতকাল গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে জানান র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মাহাবুবুল আলম। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শুক্করকে গত ৩ জুলাই কক্সবাজার জেলার রুমানিয়াছড়া এলাকা  থেকে গ্রেফতার করা হয়। ১৯৭১ সালে তিনি মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর হিসেবে তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া, পেকুয়া, বিশেষ করে মহেশখালী এলাকায় গণহত্যা, লুটপাট, ঘরবাড়ি লুট ও নির্যাতন, মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৫ সালে ২১ মে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি ছদ্মবেশে পলাতক ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর