বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাবি প্রতিনিধি

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মোজাহিদ হাসান জনি মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গতকাল তথ্যটি নিশ্চিত করেছেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান। সভাপতি জানান, ঈদের ছুটিতে বাড়ি থাকা অবস্থায় ম্যালেরিয়ায় আক্রান্ত হন এই ছাত্র। মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। এ অবস্থায় রাতে তার মৃত্যু হয়। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। জানা গেছে, জনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ডাকেরপাড়া গ্রামে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর