বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

কোরআন পোড়ানোর ঘটনায় শাস্তির দাবি ইসলামিক গণতান্ত্রিক পার্টির

নিজস্ব প্রতিবেদক

ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল সুইডেনে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থকে অপমান একটি জঘন্য কাজ এবং অমার্জনীয় অপরাধ। এ জঘন্য ঘটনা বিশ্বের মুসলমানদের হৃদয়ে চরমভাবে আঘাত হেনেছে। এর জন্য দায়ীদের মুসলিম উম্মাহর কাছে ক্ষমা প্রার্থনা করার আহ্বানের পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এ ঘটনায় সুইডেন রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানোর কারণে বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান এম এ আউয়াল। গোটা দুনিয়ার মুসলমানরা যখন ঈদুল আজহা এবং পবিত্র হজ পালনে মগ্ন, তখন এ ধরনের ঘটনা পুরো মুসলিম উম্মাহকে ব্যথিত ও দারুণভাবে মর্মাহত করেছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর