শিরোনাম
রবিবার, ৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর

লটকন উৎপাদন ৮০ লাখ টাকার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

লটকন উৎপাদন ৮০ লাখ টাকার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলতি বছর লটকনের বাম্পার ফলন হয়েছে। কৃষি সংশ্লিষ্টরা জানান, চলতি বছর বিজয়নগরে প্রায় ৮০ লাখ টাকার লটকন বিক্রি করার সম্ভাবনা রয়েছে। ফলন ভালো হওয়ায় লটকন চাষ নিয়ে চাষিদের মধ্যেও আগ্রহ বাড়ছে। দুই বছর ধরে বিজয়নগরে লটকন চাষ হলেও এ বছর বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে। এরই মধ্যে এ লটকন বিক্রিও শুরু হয়েছে। বাজারে তিন ধরনের লটকন বিক্রি হচ্ছে। এর মধ্যে ছোট সাইজের লটকন খচিরা ৮০ টাকা, মাঝারি সাইজের লটকন খুচরা ১২০ টাকা ও বড় সাইজের লটকন ১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাংলাদেশে লটকন এলাকাভেদে বিভিন্ন নামে পরিচিত। যেমন হাড়ফাটা, ভুবি, বগি, কানাইজুু, লটকা, লটকাউ, লোটকা ইত্যাদি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার ভারতীয় সীমান্তঘেঁষা উপজেলা বিজয়নগরের টিলাভূমির লালমাটি লটকন চাষের জন্য খুবই উপযোগী। উপজেলার চম্পকনগর, মেরাশানি, সিঙ্গারবিল ও পাহাড়পুর এলাকায় রয়েছে লটকনের বাগান। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কোনো ধরনের রোগবালাই না হওয়ায় এ বছর লটকনের বাম্পার ফলন হয়েছে। উপজেলার প্রায় ১৫ হেক্টর জমিতে লটকন চাষ করা হয়েছে। গত ঈদুল আজহার পর থেকে বাজারে লটকন বিক্রি করাও শুরু হয়েছে। চাষিরা জানান, বিজয়নগরে উৎপাদিত লটকন রসালো, টক ও মিষ্টিতে ভরপুর হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা।উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, সরকারিভাবে লটকন চাষিদের সারসহ বিভিন্ন কৃষি উপকরণ দেওয়া হয়েছে। চাষিদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের জেলা প্রশিক্ষণ অফিসার মুন্সী তোফায়েল হোসেন বলেন, চলতি বছর বিজয়নগর উপজেলায় ১৫ হেক্টর জমিতে লটকনের চাষ করা হয়েছে। বাম্পার ফলনও হয়েছে। এরই মধ্যে লকটন বিক্রিও শুরু হয়েছে।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর